ভালুকায় পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পিএ নিট কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় সহকর্মী শ্রমিককে বাসের ভেতরে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে কাজে আসছিলেন শ্রমিকরা। পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী বাসটিকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আমিনুল নামে এক শ্রমিক ঘটনার প্রতিবাদ জানাতে সৌখিন পরিবহনের বাসটিতে ওঠেন।
অভিযোগ উঠেছে, আমিনুল ভেতরে থাকা অবস্থায় বাসের চালক ও সহযোগীরা দরজা আটকে দিয়ে দ্রুত গাড়িটি ময়মনসিংহের দিকে চালিয়ে নিয়ে যায়। সহকর্মীকে অপহরণের খবর কারখানায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে মহাসড়কে নেমে আসেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে শ্রমিকরা সৌখিন পরিবহনের বেশ কয়েকটি বাস থামিয়ে রেখে অন্য যানবাহন চলাচলের সুযোগ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ সমকালকে জানান, শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে এই অবরোধের ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।