Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

তারেক রহমানের আগমন: স্মৃতিসৌধে বাড়ছে নেতাকর্মীদের ভিড়

ছবি: স্টার নিউজ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিড় করছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড়ের এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের ফটক পর্যন্ত প্রায় দশ হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন।

সাভার পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন স্টার নিউজকে বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’

বিএনপির সমর্থক আমিনুল বলেন, ‘আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমানের বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছে। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’

মতিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘আমি বিএনপিকে সমর্থন করি এবং দলকে ভালোবাসি। আজ আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ আসবেন। তাই তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি। এই দিনটি আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা।’

সম্পর্কিত খবর :