মাগুরায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিজান মাহমুদ সানী (২০) ও নাফিজ আহমেদ স্বাধীন (২২)। মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন রুবেল শেখ (২৪) ও মো. সুমন শেখ (২৫)।
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত চারজনই মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী নারী একজন সৌদি প্রবাসীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে বলা হয়েছে, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি ও হুমকি দিয়ে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তবে আসামিপক্ষের লোকজন অভিযোগটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।