বাড়ির পাশ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২টার দিকে মহারাজপুর ইউনিয়নের প্রতাপসরণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঁকড়া ব্যবসায়ী হিরণ মণ্ডলের বাড়ির আশপাশে স্থানীয়রা বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পায়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৩ কেজি। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি দেখতে শত-শত মানুষ সেখানে ভিড় জমায়।
খবর পেয়ে বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ভিসিআরসি (ভিলেজ কনজারভেশন রেসপন্স কমিটি) সদস্যদের সহযোগিতায় অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়।
মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাঈদ মোল্লা স্টার নিউজকে জানান, বিশাল আকৃতির অজগরটি দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে বনবিভাগের কর্মীরা এসে সাপটি উদ্ধার করেন। সাপটি অবমুক্ত করার জন্য তারা প্রস্তুতি নেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন স্টার নিউজকে বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৩ কেজি ওজনের ও ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করি। পরে সেটিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বিপরীত পাশে গহিন বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ক্ষেত্রে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগকে জানানোর আহ্বান জানান তিনি। উদ্ধারের পর অজগরটি সুস্থ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।’