দীপু দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংখ্যালঘু ঐক্য মোর্চা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি স্বপন মল্লিক। এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুপ মুৎসুদ্দী, হিন্দু ছাত্র মহাজোট রাঙ্গামাটি জেলার সভাপতি টুটুল দে, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক হিমাদ্রি দে হিমু প্রমুখ।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অজুহাতে দীপু চন্দ্র দাশকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, রাউজানে ঘরে তালা দিয়ে রাতের অন্ধকারে আগুন দেয়া হয়েছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাতে ও বিচারের দাবিতে এই মানববন্ধনে সামিল হয়েছি। ভবিষ্যতে আমরা আর এমন ঘটনা দেখতে চাই না।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাশকে গণপিটুনি দিয়ে হত্যা করে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাশ ১৯ ডিসেম্বর ভালুকা থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।