Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

প্রতীকী ছবি | সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান আজাদ মহেশপুর উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৭টার দিকে মোটরসাইকেলযোগে আজাদ হোসেন নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিবুল হাসান আজাদ নিহত হন।

পরে স্থানীয়রা মহেশপুর ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, 'মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার পরে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে'।

সম্পর্কিত খবর :