Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চট্টগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

নিহত ২ কিশোর | সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সুফিয়ান আরমান (১৮) ও আকিব হোসেন (১৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, কাপ্তাই থেকে ‎ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের দ্রুতগামী একটি বাস চন্দ্রঘোনা কদমতলী চারাবটতল এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই কিশোর সড়কে ছিটকে পড়েন। এতে চালক হাফেজ আবু সুফিয়ান ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত আকিব হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

‎নিহত আরমান উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল ৭নং ওয়ার্ডের মো. কামাল উদ্দিনের ছেলে। আহত আকিব একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার ওসমান গনীর ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের ওপর পড়ে ছিল। শ্যামলী পরিবহনের বাসটিও সড়কের দক্ষিণ পাশে খাদের কিনারায় গিয়ে আটকে যায়।

এ ঘটনায় কাপ্তাই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় নিহত লাশ দুটির আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাস ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে।’

সম্পর্কিত খবর :