Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

‘কারখানা মালিকের ধর্ষণে’ শ্রমিক অন্তঃসত্ত্বা, মামলা দায়ের

প্রতীকী ছবি
ঝালকাঠিতে এক নারী শ্রমিককে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে কারখানা মালিক ও তার সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল্লাহ অভিযোগটি আমলে নিয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাদী ঝালকাঠি শহরের পূর্ব কাঠপট্টি এলাকারআদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস (শাহী ৯৯ জর্দা) নামের একটিকারখানার নারী শ্রমিক। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালককে। এছাড়াও মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে কারখানার এক শ্রমিককে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে কারখানার মালিকের কাছে নিয়ে যান অভিযুক্ত শ্রমিক। এরপর নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই নারী শ্রমিককে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করেন। ২০২৪ সালের ৭ নভেম্বর ২ নম্বর আসামিও ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পরেন। বিষয়টি গোপন রাখতে ২০২৫ সালের ১ জানুয়ারি অভিযুক্ত শ্রমিকের সঙ্গে বিয়ে দেন। পরে ১৫ জুলাই একটি কন্যা সন্তান জন্ম নিলে একই বছরের ২৩ সেপ্টেম্বর তাকে তালাক দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় একাধিক সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে আইনানুগ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী পার্থসারথি রায় স্টার নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী নারী যেন ন্যায়বিচার পান, সে লক্ষ্যেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’

অভিযুক্ত কারখানা মালিকের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা এখনো থানায় এসে পৌঁছায়নি। হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর :