Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত তিনজন | স্টার নিউজ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সদর মডেল থানাধীন মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ড হওয়া ব্যক্তিরা হলেন মো. তসিকুল ইসলাম তছি (৩০), মো. সাইদুর রহমান (৫০), মো. শরিফুল ইসলাম সুমন (৩২)। তিনজনই সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে পৃথকভাবে ২০ গ্রাম, ২০ গ্রাম ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি আসামিদের পৃথকভাবে ৩২০ টাকা, ১৫০ টাকা ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :