Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খুলনায় প্রধান ঈদ জামাত টাউন জামে মসজিদে, জুলাই শহীদ ও ফিলিস্তিনিদের জন্য দোয়া

বিভাগীয় শহর খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে। আজ ৭ জুন সকাল সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ঢল নামে ঐতিহাসিক এ মসজিদ প্রাঙ্গণে।

এরপর এখানে আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়, সেখানেও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাতটায় পৃথক একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ এখানে অংশ নেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগেও নগরবাসীর সুবিধার্থে প্রতি ওয়ার্ডে আলাদা আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে জুলাই আন্দোলনেরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের মুক্তি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর রহমতের জন্য দোয়া করা হয়।

সম্পর্কিত খবর :