Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

তীব্র শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

কোলাজ
গত ৫ দিনেও সিরাজগঞ্জে সূর্যের দেখা মেলেনি। হিমেল বাতাস ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম কাপড়েও শীতের কাঁপন যাচ্ছে না। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে সংসার চালানো কঠিন
হয়ে পড়েছে। এদিকে হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা কেবল বাড়ছেই।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলার তাড়াশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

টানা শৈত্যপ্রবাহে সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমশীতল বাতাস। এতে জেঁকে বসেছে শীতের তীব্রতা।

এদিকে জেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা কমছে না। হাসপাতালে বেড না পেয়ে অনেকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবার পাশাপাশি সতর্ক বার্তাসহ নানা
পরামর্শ দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (পরিচালক ইনসিকুট) জানান, ঠাণ্ডাজনিত রোগীর চাপই এখন বেশি। এর মধ্যে বেশির ভাগই শিশু। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের
রোগী প্রতিদিনই বাড়ছে। তিনি শিশুদের গরম পানি দিয়ে গোসল করা, শীত বস্ত্র পরিধান করা এবং ভিটামিন যুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুস বাসেদ জানান, চলতি শীত মৌসুমে জেলায় সাড়ে সাত হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ অব্যাহত রয়েছে।

এছাড়া শীত আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

সম্পর্কিত খবর :