Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সালিশের নামে থানায় ডেকে শ্রমিকলীগ নেতাকে আটক করলো পুলিশ

মো. আক্কাস ছৈয়াল | ছবি: স্টার নিউজ
শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশের নামে থানায় ডেকে শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. আক্কাস ছৈয়াল (৪৮) আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগের নেতা।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মো. আক্কাস ছৈয়াল শ্রমিকলীগের নড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন আক্কাস ছৈয়াল। এ সময় পুলিশ তাকে আটক করে।

পরে পুলিশ জানায়, কৌশল অবলম্বন করে তাকে থানায় ডেকে আনা হয়েছিল।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া স্টার নিউজকে জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে কারণে কৌশলে তাকে থানায় ডেকে এনে আটক করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর :