Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।

সোমবার(২২ ডিসেম্বর)কাস্টমসের অভিযানে রাত ৮টার দিকে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন সিগারেট জব্দ করা হয়। আটককৃ্ত চার যাত্রী হলেনমিজানুর রহমান (২৩০ কার্টন), মো. রেদোয়ান (২৭০ কার্টন), রেজাউল করিম (২৩৯ কার্টন) এবং সালাউদ্দিন (২৫০ কার্টন)

সেদিন রাতেই সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা জি-৯৫২০ ফ্লাইট থেকে মালিকবিহীন ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা যায়,আটক করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো.তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন,”আমদানি নীতি আদেশ ২০২২-২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। এসব সিগারেটের প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বাণী এবং সংশ্লিষ্ট ক্ষতিকর ছবি থাকার বাধ্যকতা থাকলেও জব্দ করা সিগারেটের ক্ষেত্রে তা প্রতিপালন করা হয়নি। উচ্চ শুল্কযুক্ত পণ্য হওয়ায় শুল্ক ফাঁকি দিয়ে ব্যাগেজের মাধ্যমে এসব সিগারেট চোরাচালানের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। ঘটনায় কাস্টমস আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর :