নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত
নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত আকলিমা বেগম (৬০) হাজিপুর এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খান স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ এক নারী তার ৮ বছর বয়সী নাতীকে সঙ্গে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এ সময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইটাখোলা হাইওয়ে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।