Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আপসের পরও মসজিদের মাইকে নাম ঘোষণা, এরপর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে | স্টার নিউজ
নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির অভিযোগে রাতেই সালিশে আপস মীমাংসা হওয়ার পরও সকালে মসজিদের মাইকে নাম ঘোষণা দেওয়ার পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন ও শোকের আবহ তৈরি করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের পশ্চিম বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রোকনুজ্জামান (২৭)। তিনি পেশায় ফল ব্যবসায়ী এবং ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে একই এলাকার আব্দুল রশিদের একটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রোকনুজ্জামান ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে। সালিশে লিখিত মুচলেকার মাধ্যমে আপস মীমাংসা হয়। ক্ষতিপূরণ হিসেবে রোকনুজ্জামানকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু শনিবার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে স্থানীয় একটি মসজিদে মাইকের মাধ্যমে রোকনুজ্জামান ও তার বাবার নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, ভবিষ্যতে এলাকায় কোনো চুরির ঘটনা ঘটলে তাঁদের দায়ী করা হবে। এ ঘোষণার পর মানসিকভাবে ভেঙে পড়েন রোকনুজ্জামান।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল প্রায় সাতটার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রোকনুজ্জামান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রোকনুজ্জামান স্বভাবগতভাবে শান্ত ও নিরীহ ছিলেন। বন্ধুদের প্ররোচনায় তিনি ভুল পথে জড়ালেও আগের রাতেই বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। এরপরও সকালে মাইকে তাকে চোর হিসেবে প্রকাশ্যে ঘোষণা দেওয়ায় তিনি চরম অপমানবোধে ভেঙে পড়েন।

স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য মোস্তফা হোসেন বলেন, 'রাতে লিখিতভাবে আপস সম্পন্ন হয়েছে। পরে আবার মাইকে গরু চুরির কথা ঘোষণা দেওয়ার পর এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে'।

সৈয়দপুর থানার এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে ।

সম্পর্কিত খবর :