Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: ইসি সানাউল্লাহ

বান্দরবানে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অব. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ | ছবি: স্টার নিউজ
এবারের নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অব. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। একই সাথে গণভোট হবে। কোনভাবে যেন এই নির্বাচন ব্যক্তিগত ভাবে প্রবাহিত না হয় ও বিতর্কিত না হয়। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের দ্বায়িত্ব সৎ নিরপেক্ষভাবে দ্বায়িত্ব পালন করা।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে পুলিশ লাইনে তিনি নির্বাচনের প্রশিক্ষণরত বাহিনী সাথে সাক্ষাৎকার করেন। পরে আলোচনা সভায় অংশ নেন।

সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে নিরপক্ষতা হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া হিসেবে কোনো পক্ষে কাজ করা থেকে বিরত থাকতে হবে। নির্বাচন কমিশন চাই আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোট দেয়ার অধিকার সেটি নিশ্চিত করতে চাই।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :