বৈদ্যুতিক শকে পদ্মায় মাছ শিকার, দুই জেলের কারাদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করায় দুই জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে মাছ ধরার সময় স্থানীয়রা তাদের আটক করে মৎস্য অফিসে নিয়ে আসে। পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বিসরাত হোসেন তাদের কারাদণ্ড দেন।
নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা অত্যন্ত বিপজ্জনক। এতে ডিমপাড়া মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী যেমন কাঁকড়া, কুচিয়া, শামুক, গুইসাপ পর্যন্ত মারা পড়ে ।