খালিয়াজুরিতে আওয়ামী লীগ অভিযোগে জামায়াত কর্মী গ্রেপ্তার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আওয়ামী লীগ সন্দেহে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার মো. রোমান মিয়া (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে গেছে, রোমান মিয়া ২০২৪ সালের ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতের দাবি, তাকে ২০২৫ সালের ২ জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে করা একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যদিও ওই মামলায় তার নাম নেই।
জামায়াতের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও একটি বিশেষ দলের পক্ষে সুবিধা তৈরির উদ্দেশ্যেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াতের কর্মীদের এভাবে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষ না থাকলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন স্টার নিউজকে বলেন, ‘২০২৫ সালের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’