Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মেঘনার গজারিয়ায় ২ ট্রলারে ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

মুন্সীগঞ্জের মেঘনা নদী | সংগৃহীত
মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দুটি যাত্রীবাহী ট্রলারে সংঘবদ্ধ নৌ-ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ ও গজারিয়া নৌরুটের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

ডাকাতদল আগ্নেয়াস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ জানিয়েছেন।
তারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রলার দুটি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাওয়ার সময় একটি সাদা রঙের স্পিডবোটে করে ১৪-১৫ জনের একদল সংঘবদ্ধ ডাকাত অতর্কিত হামলা চালায়। ডাকাত দলের হাতে পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ট্রলারের গতিরোধ করে যাত্রীদের মারধর শুরু করে এবং অস্ত্রের মুখে সর্বস্ব কেড়ে নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার বাসিন্দা মো. খলিল মিয়া জানান, ট্রলারে করে মুন্সিগঞ্জ যাওয়ার পথে স্পিডবোটে ডাকাতরা এসে তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে পিস্তল ছিল। তিনি নগদ টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

অন্য এক ভুক্তভোগী আকবর আলী জানান, হঠাৎ করে স্পিডবোটে আসা ডাকাতরা ট্রলারে উঠে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং সবকিছু লুটে নিয়ে তারা দ্রুত চাঁদপুরের দিকে চলে যায়।
এদিকে ডাকাতির ঘটনার পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী আলমগীর হোসেন সামী জানান, তিনি ঘাটে এসে অসংখ্য মানুষকে ডাকাতির শিকার হতে দেখেন। তিনি দ্রুত নৌ-পথে নিরাপত্তা জোরদার ও ডাকাতদের গ্রেপ্তারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও অবগত নন। তবে খবর পাওয়ার পর তিনি দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছেন বলে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর :