Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জামায়াত কর্মীসহ শতাধিক মানুষ

ফুল দিয়ে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান | স্টার নিউজ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই জামায়াত কর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন শতাধিক সাধারণ মানুষ। এর আগে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদান করা ব্যক্তিরা হলেন, শ্রীপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াত কর্মী মঞ্জিল মাঝি, জাকিরুল ইসলাম, ব্যবসায়ী সোলেমান হোসেন, দলিল লেখক আমির হোসেন, কৃষকলীগ নেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশারশতাধিক মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুরউপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সম্পর্কিত খবর :