Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ৩

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা | ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারানো সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসের ধাক্কায় মেরিটাইম ইনস্টিটিউটের এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া নাফিজ আহমেদ অয়ন মাদারীপুরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর ইনস্টিটিউটে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়৷ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়৷ ফায়ারসার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়৷ মূলত দাঁড়িয়ে থাকা ট্রাককে সেন্টমার্টিন ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়৷ বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে৷

সম্পর্কিত খবর :