Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পুলিশ লাইনে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা এলাকায় পুলিশ লাইনে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আলীম (৫০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার মৃত বন্দের আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিকেলে পুলিশ লাইন মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান । কিন্তু সেখানে রওনা হওয়ার আগেই তিনি মারা যান। মরদেহটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর :