সূর্যহীন তিন দিন, চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
এদিকে গত তিনদিন সূর্যের দেখা মেলেনি এ জেলায়। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। নষ্ট হচ্ছে ধানের বীজতলা।
দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক রবিউল হক বলেন, ‘এত শীত যে মাটে যেতি পারচিনি। হাত-পা কালি যাচ্চি। ওদিকে ঠাণ্ডায় তো ধানের চারা নষ্ট হয়ি যাচ্ছি। ঠাণ্ডায় খুব বিপদে আচি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। এটি এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা।