অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় ‘বানদিঘী মাহী চানাচুর’ ও ‘রুচি ফুড কারখানায়’ এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, মাহী চানাচুর ও রুচি ফুড কারখানায় ২ থেকে ৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করে আসছে।