পদ্মা সেতু হয়ে অসংখ্য যানবাহন ছুটছে খালেদা জিয়ার জানাজায়
পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলার বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে ছুটে আসছেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) অসংখ্য মাইক্রোবাস, বাস ও অন্যান্য যানবাহন দেখা গেছে সেতুর মাওয়া প্রান্ত পার হয়ে ঢাকায় ঢুকতে।
এসময় যানবাহনগুলোতে বেগম খালেদা জিয়ার ছবিসহ শোকের ব্যানার দেখা যায়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পারাপার হয়েছে ২০ হাজার ৪১টি যানবাহন। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। এর মধ্যে, সেতুর শরীয়তপুরের জাাজিরা প্রান্তের টোল প্লাজায় ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা টোল আদায় হয়েছে বিভিন্ন যানবাহন থেকে। এছাড়া জাজিরা প্রান্ত থেকে মাওয়ামুখী যানবাহন পারাপার হয়েছে ১০ হাজার ৪২৪টি। অন্যদিকে, সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা। এ সময় মাওয়া থেকে সেতুর জাজিরা মুখী প্রান্তে যানবাহন পারাপার হয়েছে ০৯ হাজার ৬১৭টি।
উল্লেখ্য,মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।