Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কাভার্ড ভ্যানের ধাক্কায় উল্টে গেল পুলিশের ২ টহল গাড়ি, আহত ২

সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে হাইওয়ে থানা পুলিশের টহলরত দুইগাড়িতে এতে পুলিশের দুটি গাড়িই উল্টে মহাসড়কের ওপর পড়ে গিয়ে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ঘটনায় কাভার্ডভ্যানের চালক হেলপারকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে

দুর্ঘটনায় আহত হয়েছেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব এবং কনস্টেবল নয়ন পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন,"টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। সময় একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে থানা পুলিশ হাইওয়ে পুলিশের দুটি গাড়িই উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট এক পুলিশ সদস্য আহত হন।"

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানিয়েছেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে কাজ করছে পুলিশ।দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর :