এবার সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ, আটক শিকারি
সুন্দরবনে ফাঁদে আটকা বাঘ উদ্ধারের তিনদিন পরে শিকারিদের ফাঁদে আটকা জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিমেরচর এলাকা থেকে ওই হরিণটিকে উদ্ধার করা হয়। পরে তাকে গহীন বনে অবমুক্ত করেন বনরক্ষিরা।
ঘটনাস্থল থেকে ধাওয়া করে ফাঁদ পাতার সাথে জড়িত থাকার অভিযোগে আ. হাকিমের (৪০) নামের এক শিকারিকে আটক করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ১০০ ফুট মালা ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা।
আটক আ. হাকিম বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'নিয়মিত টহলের সময় ডিমের চর এলাকায় একটি খালের পাড়ে কিছু মানুষের পদচিহ্ন দেখতে পায় বনরক্ষিরা। ওই পদচিহ্ন অনুসরণ করে সামনে এগিয়ে গাছের আড়ালে এক ব্যক্তিকে দেখতে পায় বনরক্ষিরা। ধাওয়া করে তাকে আটক করে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় তারা। পরে ফাঁদ থেকে ছাড়িয়ে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়। ওই এলাকা থেকে বেশকিছু ফাঁদ উদ্ধার করা হয়েছে'।
এর আগে, ৪ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি এলাকা থেকে ফাঁদে আটকা অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করে বন বিভাগ।