চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে চাঁপাইনবাবগঞ্জে আলেম ওলামাদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ কামিল
মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা এমরান হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল বাসির, মাওলানা জাহিদ খান, মাওলানা আমানুল্লাহ, মাওলানা আব্দুল হামিদসহ বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম ও কোরআনের হাফেজরা অংশ নেন।