Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কোটালিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্টার নিউজ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কোটালিপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পিছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী।

কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ‘সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার আপসহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে এ দেশের মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তিনি তার আদর্শ ও কর্মের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সম্পর্কিত খবর :