Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মিলটন

ছবি: স্টার নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে আগেই মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এবার তার আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান স্টার নিউজকে মোর্শেদ মিলটনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোরশেদ মিলটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অনেকে।

সম্পর্কিত খবর :