Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর নারীর মরদেহ উদ্ধার

ছবি: স্টার নিউজ

কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

হালিমা খাতুন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দালালপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ছয় দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গড়াই নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারী গত ছয় দিন কোথায় ছিলেন এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত খবর :