বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষক দলের সভাপতির মৃত্যু
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাব ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মেঝো ছেলে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুফ চৌধুরী একাই মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। পথে সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর মৃত্যুর খবর শুনেছি। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।