Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, চারজনের মৃত্যু

স্টার নিউজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষের পর আগুনের সূত্রপাত হয়। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। পরে সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করে।’

সম্পর্কিত খবর :