Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঘন কুয়াশায় দৌল‌তদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ

ছবি: স্টার নিউজ

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌল‌তদিয়া ও মানিকগঞ্জের পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ করেছে বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নৌ দুর্ঘটনা এড়া‌তে এই রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়।

স্টার নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। তিনি বলেন, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়‌তে থা‌কে। ‌সোয়া ৭টার সময় নদীপথ অস্পষ্ট হ‌য়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়া‌তে এই নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফে‌রি চলাচল শুরু হবে।

অন্য আরেক প্রশ্নের জবাবে বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘মাঝ নদী‌তে কোনো ফে‌রি আট‌কে আছে কি-না জানা নেই। ঘাট এলাকায় কোনো যানবাহনও পারের অপেক্ষায় নেই।’

সম্পর্কিত খবর :