Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চার দিনেও অধরা স্কুলছাত্র হত্যার আসামি, এলাকাবাসীর বিক্ষোভ

অবরোধকারী এলাকাবাসী | স্টার নিউজ
জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসানকে (১৬) ছুরিকাঘাতে হত্যার চার দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলি বাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।

নিহত জিহাদ সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

অবরোধ চলাকালে নিহত জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এলাকাবাসী জানায়, গত বুধবার সন্ধ্যায় নারকেলি এলাকায় স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখার আয়োজন করা হয়। সেখানে কথা কাটাকাটির জেরে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে মুন্না (২০), মো. সাঈদ (১৮), কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা। পরে জিহাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

ঘটনার চার দিন অতিবাহিত হলেও অভিযুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। এ খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রধান আসামি গ্রেপ্তারের পাশাপাশি বাকি আসামিদেরও গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। এরপর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করায় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর :