Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সিলেটে ইলিয়াসপুত্র আবরারসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল

শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম | সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৪৭ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বিভিন্ন অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) তাদের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি জানান, একসময় দ্বৈত নাগরিক থাকার পরে সেটি ত্যাগ করার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এহতেশামুল হক, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালেকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও গণঅধিকার পরিষদের (জিওপি) জাহিদুর রহমানের বিভিন্ন কাগজপত্রে অসামঞ্জস্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সিলেট-২ আসনের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদ, সিলেট-৩ আসনে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর, সিলেট-৬ আসনে মো. ফখরুল ইসলামের ভোট ১% এর সত্যতা নিশ্চিত করতে না পারায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদের হলফনামায় প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি থাকায় সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে ইলিয়াস আলীর স্ত্রী বিএনপির মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, যারা দ্বৈত নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন, তাদের এ সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই করে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

সম্পর্কিত খবর :