Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, শিশুসহ মায়ের মৃত্যু

ছবি: স্টার নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় পরপর চারটি যানবাহনের সংঘর্ষে প্রাইভেটকারে থাকা মা ও তার ১০ মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী জেলার বাসিন্দা জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাদের ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরে ফিরছিলেন। পথিমধ্যে গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে পৌঁছালে তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি সামনে চলা ঢাকাগামী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আসা লাল রঙের আরেকটি প্রাইভেটকার সাদা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি বাস লাল প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সাদা প্রাইভেটকারে থাকা মা ও শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, চারটি যানবাহনের পর্যায়ক্রমিক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর :