ইবিতে সাজিদ, হাদি ও মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', 'সাজিদ আব্দুল্লাহ কবরে, খুনি কেন বাইরে', 'হাদি ভাই কবরে, খুনি কেন বাইরে', 'মুসাব্বির ভাই কবরে, খুনি কেন বাইরে', 'জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস', 'দিনে দুপুরে লাশ পড়ে, ইন্টেরিম কি করে', 'বিচার বিচার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই'সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ ভাই আমাদের এই ক্যাম্পাসে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো বিচার পায়নি। শহীদ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত তার বিচার পায়নি। যার কারণেই শহীদ মুসাব্বিরকেও হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার পায়নি। আমরা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়েছি।’
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে। আজ পর্যন্ত শুধু সে যে হত্যার শিকার হয়েছে এতটুকুই নিশ্চিত। কারা হত্যা করেছে সেটা শনাক্ত হয়নি। তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যর্থ হয় তারা সেটা বলুক। তারা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করুক।’
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।