শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক ককটেল (হাতবোমা) বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল এবং শনিবার দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত থেকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাবেদ শেখ নামে এক যুবক আহত হন। এছাড়া একটি দোকান ও কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।