Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভারত থেকে বাংলাদেশে পারাপারের অভিযোগে দিনাজপুর সীমান্তে আটক ৭

ছবি: স্টার নিউজ
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পারাপারের সময় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ দিন ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও জামুন মশালডাঙ্গি এলাকার মো. আলম (২৫), একই গ্রামের হাবিবুর রহমান (১৮), একই উপজেলার পাঁচঘড়িয়া পিপলডাঙ্গি এলাকার মো. মুনির আলী (২৪), একই গ্রামের মকলেস (২১), ভেটনা গ্রামের মো. ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের মো. নুর আলী (২০) ও কলেজপাড়া গ্রামের জুবায়ের হোসেন (১৯)।

বিজিবি জানিয়েছে, বিরল উপজেলার খেপড়া নামক সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন ওই সাতজন। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, কাজের সন্ধানে তারা প্রায় ৭ মাস আগে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত খবর :