Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

জামায়াত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল: আমির হামজা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘একাত্তরে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এ কারণে আমাদের (জামায়াতকে) বিরোধী বানিয়ে রেখেছিল।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা আয়োজিত বিজয় র‌্যালিতে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় এই বক্তা বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভূমিকা এতদিন লিখা হয়েছে তা এখন পর্যন্ত মিথ্যা রচনা। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সব কল্পকাহিনী লেখা এগুলোর ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা এইটা এখন জানছি। এতদিন আমাদের এই সত্যটা জানতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘সুতরাং আজকের এই বিজয় র‌্যালি এই কারণেই যে, আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে; ভারতের যে আগ্রাসন, এর বিরুদ্ধে ছিলাম। এ কারণেই এরা আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। এবং আগামী বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে এ দেশকে স্বাধীনচেতা হিসেবে আমরা চলতে চাই। এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র‌্যালির।”

জামায়াত নেতা সবাইকে ‘পেছনের দিকে নয়, সামনের দিকে তাকানোর’ আহ্বান জানান। তিনি বলেন, ‘এ দেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পেছনের ইতিহাস, আমার মনে হয়, পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ভুলে আমরা সামনে নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক, বাংলাদেশি।’

বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক।

সম্পর্কিত খবর :