আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার
চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে, আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গণেশকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানার জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গণেশ প্রকাশ গনেজকে গ্রেপ্তার করা হয়।
তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২০২৪ সালের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিননামঞ্জুরকে কেন্দ্র করে তার অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।
আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি গণেশ।