তদন্তের প্রয়োজনে মৃত্যুর ১৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
নোয়াখালীর চাটখিলে একটি হত্যা মামলার তদন্তের প্রয়োজনে দীর্ঘ ১৭ মাস পর কবর থেকে ইমতিয়াজ হোসেন নামের এক তরুণের মরদেহ উত্তোলন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
এরপর ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট চাটখিল পৌরবাজারে আনন্দ মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ইমতিয়াজ। ওই সময় চাটখিল থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছিল। থানার অস্ত্র লুটের কিছু সময় পরই তিনি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ৬ আগস্ট ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, সাবেক মেয়র নিজাম উদ্দিন এবং মোহাম্মদ উল্যাহসহ ৫৭ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনাফ স্টার নিউজকে জানান, আদালতের নির্দেশেই এই মরদেহ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিহত ইমতিয়াজকে একপর্যায়ে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও পরবর্তীতে সেই স্বীকৃতি স্থগিত করা হয়।