Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সূর্যের দেখা নেই গত তিন দিন, দেশের সর্বনিন্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশয় ঢাকা চারপাশ। গত তিন দিন থেকে সূর্যের দেখা মেলেনি এ জনপদে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৭ শতাংশ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

এদিন এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান।

আবহাওয়া অফিস বলছে, সোমবার দুপুরের মধ্যে সূর্যের দেখা মিলতে পারে। যদিও সকাল ৯টার পর কয়েক মিনিটের জন্য সূর্য উঁকি দিলেও তা মিলিয়ে গেছে।

সকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি মানুষ। কুয়াশার কারণে আকাশ ধূসর আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠান্ডার কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম।

সম্পর্কিত খবর :