Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুমিল্লায় পায়ের রগ কেটে ও গুলিতে দুজন নিহত

কুমিল্লায় স্বজনদের আহাজারি | ছবি: স্টার নিউজ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পায়ের রগ কেটে ও গুলি করে দুজনকে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রুনাই প্রবাসী দেলওয়ার হোসেন নয়ন। যিনি একমাস আগে দেশে ফিরেছিলেন। অপরজন ছালেহ আহমেদ। তিনি সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে নিহত ছালেহ আহমেদের পরিবারের সঙ্গে আলাউদ্দিন মেম্বারের গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। কয়েকমাস পূর্বে ছালেহ আহমেদ পরিবারের হামলায় আলাউদ্দিন মেম্বার মারা যায়। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিন মেম্বারের সহযোগী ও পরিবারের লোকজন এলাকায় প্রবেশ করে। শুক্রবার দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তারা নিহত হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে। ঘটনায় বেশকয়েকজন গুরুতর আহত আছে। ওই গ্রামের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর :