ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত দুই
চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশায় ঢাকাগামী জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা চরফ্যাশনের ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল এম ভি জাকির সম্রাট-৩ নামের লঞ্চটি। চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় বরিশালের যাত্রীবাহী এডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ লঞ্চকে ধাক্কা দেয়। এতে এম ভি জাকির সম্রাট-৩ লঞ্চটির এক পাশ দুমড়ে মুছড়ে যায়। এই দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি।
এদিকে, দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।