Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ফেনীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

শীটে জবুথবু অবস্থা জেলার | স্টার নিউজ
ফেনীতে মৌসুমে জেলার সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে ফেনী। বুধবার সকাল ৬টা এবং ৯ টায় চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসে জলীয়বাষ্পের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিনিয়র পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তাপমাত্রার পারদ ক্রমাগত কমার কারণে শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে জনপদের মানুষ।

বিশেষ করে খেটে-খাওয়া শ্রমজীবি মানুষরা পড়েছে চরম বেকায়দায়। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় কর্মস্থলে যেতে পারছে না মানুষ।

বোরো ধানের বীজতলাসহ রবি শস্য ক্ষতি হচ্ছে। তীব্র শীতের কারণে মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা।

এদিকে কুয়াশার কারণে সড়ক-মহাসড়কেও হেডলাইট জালিয়েও গাড়ি চালাতে কষ্ট হচ্ছে চালকদের।

জেলা সদরের জেনারের হাসপাতাল ও উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।

সম্পর্কিত খবর :