আ.লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ১০-১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৪ জানুয়ারি) রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা ওই হামলা চালায়। এ সময় সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একদল লোক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ বিএনপি সমর্থিত অন্তত ১০–১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার শিকার ব্যক্তিরা জানান, যারা হামলায় অংশ নেয়, তারা সম্প্রতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।