পঞ্চগড়ে ৯.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ
হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর)জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে উল্লেখযোগ্যভাবে কম।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ থেকে ৯৯ শতাংশের মধ্যে। ভোর ও সকালে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে। এতে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট অনুভব করছেন।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে বাতাসের তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শৈত্যপ্রবাহের প্রভাব আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, শীতবস্ত্র ব্যবহার এবং স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।