শেরপুর-ময়মনসিংহ সীমান্তে অবৈধ ভারতীয় মদ জব্দ
ময়মনসিংহের গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ নভেম্বর) রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কালাপানি, শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান-কালে অভিনব কায়দায় ভারত থেকে আনা ৫২৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ করা হয়। জব্দ-কৃত এসব চোরাচালান পণ্য ও মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৭ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম আরও বলেন, শেরপুর ও ময়মনসিংহের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে এসেছে।